Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের কোন জমি অনাবাদি থাকবে না মাগুরা

প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের কোন জমি অনাবাদি থাকবে না

মন্ত্রীপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন বলেছেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের কোন জমি অনাবাদি থাকবে না এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

তিনি শনিবার বিকালে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভায় একথা বলেন। 

মতবিনিময় সভায় বক্তৃতা করেন, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ জিল্লুর রহমান চৌধুরী, মন্ত্রীপরিষদ সচিবের একান্ত সচিব কাজী শাহজাহান, মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব মোঃ সাজ্জাদুল হাসান ও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। 

অনুষ্ঠানে দুই জন উদ্যেক্তার মাঝে সম্মাননা প্রদান করেন। এর আগে মন্ত্রীপরিষদ সচিব. মোঃ মাহবুব হোসেন মাগুরা সদর উপজেলা চত্বরে ২১ লক্ষ টাকা ব্যায়ে মুক্ত মঞ্চ আবহমান বাংলাদেশ এর উদ্ধোধন করেন। জেলা প্রশাসক কার্যালয়ের ই-সেবা কেন্দ্র, বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন ও জেলা প্রশাসক চত্বরে তিনটি তাল গাছের চাড়া রোপন করেন।