Opu Hasnat

আজ ২৬ এপ্রিল শুক্রবার ২০২৪,

“নারীর টানে বাড়ি ফেরা”

দৌলতদিয়ায় এক ফেরিতে আসলো প্রায় তিন’শ মোটরসাইকেল রাজবাড়ী

দৌলতদিয়ায় এক ফেরিতে আসলো প্রায় তিন’শ মোটরসাইকেল

প্রিয় জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নারী টানে ছুটছে মানুষ। বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে কর্মস্থল থেকে বাড়ি মানুষের উপচে পরা ভীর তৈরি হয় রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে। লঞ্চে ছিলো ধারন ক্ষমতার বেশি যাত্রি বহন আর ফেরিতে মোটর সাইকেলের চাপে যাত্রিবাহি বাস উঠতেই হিমসিম খেয়েছে। আবার কোন কোন ফেরিতে দেখা গেছে শুধু যাত্রি আর মোটর সাইকেল পার করতে।

সরেজমিনে সকাল ৭ টার সময় দৌলতদিয়া ঘাটে ভীরে ফেরি শাহ পরান। এ সময় দেখাযায় ফেরিতে মোটর সাইকেল ছাড়া অন্য কোন যানবাহন নেই। ফেরি সংশ্লিষ্টরা জানান, এই ফেরিটিতে ২৯৪ টি মোটর সাইকেল পার করা হয়েছে।

এর কিছুক্ষন পরেই একই ঘাটে ভীরে ফেরি খানজাহান আলী। ফেরি খান জাহান আলীতে ছিলো ২২৪ টি মোটর সাইকেল আর মাত্র ৬ টি প্রাইভেট কার।

অপরদিকে, লঞ্চ ঘাটেও রয়েছে বাড়ি আসা মানুষের চাপ প্রতিটি লঞ্চেই দেখা গেছে ধারন ক্ষমতার চেয়ে বেশি যাত্রি পার করতে।

বিআইডাব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের ব্যাবস্থাপক (বানিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঈদযাত্রায় ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে পারাপার করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। বুধবার সারাদিন যে যানবাহনগুলো পারাপার করা হয়েছে তারমধ্যে বেশির ভাগই ছিলো মোটর সাইকেল। এই নৌরুটে ১৯ টি ফেরি চলাচল করেছে।