Opu Hasnat

আজ ১৯ জুলাই শুক্রবার ২০২৪,

সিরাজগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

সিরাজগঞ্জ জেলার শাহ্জাদপুর ০৯নং খুকনী, বেলকুচি উপজেলার ০৫ ধুকুরিয়া বেড়া ও ০৪নং দৌলতপুর ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকাল আটটা থেকে দিনভর ০৯নং খুকনী ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ ও ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন প্রামানিক ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান লাজুক বিশ্বাস অসুস্থ থাকায় মা আয়শা বিশ্বাস নিজ ইউনিয়নে এসব চাল বিতরণ করেন। খুকনী ইউনিয়নে ৫৬০০টি ও ধুকুরিয়া বেড়ায় একদিনে ২৬৪৫টি, দৌলতপুর ইউনিয়নে ৫৯০০টি  দুস্থ, অসহায় পরিবার এ চাল পেয়েছে।

চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন- খুকনী ইউপি সচিব রিফাত হোসেন, ধুকুরিয়া বেড়া ইউপি সচিব আলহাজ উদ্দিন ও দৌলতপুর ইউপি সচিব খায়রুজ্জামান লিটন এবং স্ব-স্ব ইউনিয়নের ট্যাগ অফিসারসহ ইউপি সদস্য, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।