Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

রাজবাড়ীতে ছিন্নমূলের পাশে আরশি নগর লালন স্মৃতি সংগঠন রাজবাড়ী

রাজবাড়ীতে ছিন্নমূলের পাশে আরশি নগর লালন স্মৃতি সংগঠন

রাজবাড়ী জেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রেল স্টেশনে চলছে স্টেশনে থাকা ছিন্নমূল, রোজাদার, ভ্যান চালক ও পথচারিদের নিয়ে ইফতার আয়োজন। রমজানের শুরুতে মানুষ কিছুটা কম থাকলেও এখন প্রতিদিন দুই শতাধীক ছিন্নমূল, রোজাদার ভ্যান চালক ও পথচারিকে ইফতার দিচ্ছেন বেলগাছি আরশি নগর লালন স্মতি সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

প্রতিদিন বেলগাছি রেল স্টেশন সংলগ্ন ঈদগাহ মাঠে বিকেল থেকেই জরো হচ্ছে মানুষ। ইফতার আয়োজনে থাকছে , খেজুর, কলা, তরমুজ, বাঙ্গি, ছোলা, পেয়াজু, মুড়ি ও শরবত।

বেলগাছি আরশি নগর লালন স্মতি সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম আক্কাছ জানান, অন্তত পনের বছর ধরে চলছে এই আয়োজন। এ বছর প্রথম রোজা থেকে ছোট পরিসরে ইফতার আয়োজন করলেও এখন ছিন্নমূল মানুষের পাশাপাশি রোজাদার ভ্যান চালকেরাও যুক্ত হয়েছে। যে কারনে ইফতার করতে আসা মানুষের সংখ্যা বাড়ছে। সামনের দিনগুলোও ইফতার আয়োজন অব্যাহত থাকবে বলে জানান তিনি।