Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

টাঙ্গাইলে মনোনয়ন বাতিলের খবর শুনে আ’লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এনামুল হকের মৃত্যু টাঙ্গাইল

টাঙ্গাইলে মনোনয়ন বাতিলের খবর শুনে আ’লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এনামুল হকের মৃত্যু

মনোনয়ন বাতিলের খবর শুনে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী এনামুল হক (৪০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। শনিবার সন্ধ্যা ৫টা ১০ মিনিটে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

তার সমর্থকরা জানায়, শনিবার বিকেলে সমর্থনকারী ভোটারের স্বাক্ষর গড়মিল হওয়ায় এনামুল হকের মনোনয়ন পত্র যাচাই-বাছাই করে বাতিল ঘোষনা করেন উপজেলা নির্বাচন অফিসার শামসুল হুদা। মনোনয়ন বাতিলের খবর শুনে এনামুল হক অসুস্থ হয়ে পরেন। পরে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

গোপালপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক খাইরুল আলম টাইমটাচনিউজকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এনামুল হক গোপালপুর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। 

উল্লেখ্য, গোপালপুরে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয় উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক রকিবুল হক ছানাকে। এই পৌরসভায় এনামুল হক ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন গোপালপুর শিল্প ও বনিক সমিতির সাবেক সভাপতি বেলায়াত হোসেন, যুবলীগ প্রস্তুতি কমিটির আহŸায়ক আশরাফুজ্জামান আজাদ।