Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

নগরকান্দায় মহান স্বাধীনতা দিবস পালিত ফরিদপুর

নগরকান্দায় মহান স্বাধীনতা দিবস পালিত

বিপুল উৎসাহ উদ্দীপনা ও দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ফরিদপুরের নগরকান্দায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস ২০২৩ । কর্মসুচীর মধ্যে ছিল দিবসের প্রথম প্রহরে তোপধ্বনী, শহীদ মিনারে শ্রদাঞ্জলী জ্ঞাপন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, সরকারি বেসরকারি ও শায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উৎতোলন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উৎতোলন, মার্চ পাষ্ট, কুচকাওয়াজ, আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মসজিদে মসজিদে দোয়া মাহফিল ইত্যাদি।

রবিবার সকাল ৮ টায় নগরকান্দা উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদারের নেতৃত্বে উপজেলা পরিষদ, সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু এবং নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়ার নেতৃত্বে নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ, সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল আসাদুজ্জামান সাকিল এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন এর নেতৃত্বে নগরকান্দা থানা পুলিশ, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফের নেতৃত্বে নগরকান্দা উপজেলা বিএনপি, নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, নগরকান্দা পৌরসভা, নগরকান্দা অফিসার্স ক্লাব, নগরকান্দা প্রেসক্লাব,  সরকারি নগরকান্দা কলেজ, সরকারি এম এন একাডেমী, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, নগরকান্দা আইডিয়াল স্কুল. ইসলামী আদর্শ শিশু শিক্ষালয়, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পল্লিবিদুৎ নগরকান্দা জোনাল অফিস সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সকাল ৯ টায় সরকারি এম এন একাডেমী মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে পতাকা উৎতোলন করেন ফরিদপুর-২ আসনেসর সংসদ সদস্য শাহদাব আকবর চৌধুরী লাবু। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক, সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, জেলা পরিষদের সদস্য আঞ্জুমান আরা বেগম, মোঃ হাফিজুর  রহমান শরীফ, উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র জাকির হোসেন জাকারিয়া, কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা খান, ডাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম, ফুলসুতি ইউনিয়নের ছেযারম্যান আরিফ হোসেন, চরযোশরদী ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির প্রমুখ ।