Opu Hasnat

আজ ৫ ডিসেম্বর মঙ্গলবার ২০২৩,

রাজবাড়ীতে রমজান উপলক্ষে কম দামে খোলা সয়াবিন তেল বিক্রি রাজবাড়ী

রাজবাড়ীতে রমজান উপলক্ষে কম দামে খোলা সয়াবিন তেল বিক্রি

রাজবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কম দামে সয়াবিন তেল বিক্রি করছে  আইডিয়াল ফাউন্ডেশন নামে একটি সংগঠন।

বাজারে খোলা সয়াবিন তেল ১৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও শনিবার দুপুরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের কাটাবাড়িয়া এলাকায় ১৪০ টাকা কেজি দরে সয়বিন তেল বিক্রি করে সংগঠনটি।

এ সময় আইডিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ ইছাহাক আলী বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় গ্রামের গবির অসহায় মানুষের কথা ভেবে তাদের একটু সহযোগিতা করার জন্য এই উদ্যোগ গ্রহন করা হয়েছে। শনিবার ১৪০ টাকা দরে ২ লিটার করে মোট ২ শত জন দুঃস্থ্য ও কম আয়ের মানুষের হাতে এই তেল তুলে দেওয়াহয়। দুই এক দিনের মধ্যে বাজারের চেয়ে কম দামে চাল বিক্রি করা হবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, আমাদের মূল লক্ষ্য  হচ্ছে একটি আইডিয়াল বৃদ্ধাশ্রম করা। পাশাপাশি পল্লি গ্রামের মানুষের জন্য এ্যাম্বুলেন্স সেবা প্রদান, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, গরিব মেয়েদের বিবাহের ব্যাবস্থা করা, গরিব মেধাবী ছাত্রদের বৃত্তির ব্যাবস্থা করা, অসহায় মানুষকে গৃহ নির্মান করে দেওয়া ও মাদকমুক্ত একটি সমাজ গঠন করা।