Opu Hasnat

আজ ২৮ মার্চ মঙ্গলবার ২০২৩,

মসলায় রঙ, ৫০ হাজার টাকা জরিমানা কুমিল্লা

মসলায় রঙ, ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা নগরের কুচাইতুলী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর তদারকি অভিযান পরিচালনা করে। এ সময় নিম্নমানের মরিচের সাথে ভালোমানের মরিচের মিশ্রন ও বেসনের সঙ্গে রং মেশানোর অভিযোগে আল আমিন গ্রিণ ফুড মিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদফতরের কুমিল্লা জেলার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে  স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ।অভিযানে ২ কেজি রং জব্দ করে ধ্বংস করা হয়। 

ভবিষ্যতে এমনটি করবেন না বলে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী বাহার মিয়া অঙ্গীকার করেন। তদারকি অভিযানের সময় আসন্ন পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে ভোক্তা অধিকার বিরোধী এমন কাজ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।