Opu Hasnat

আজ ৯ জুন শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার কুমিল্লা

বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় শুকনা খাল থেকে বস্তাবন্দি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার  দুপুরে উপজেলার চাটিতলা গ্রামের কৃষ্ণচরা খাল থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারিভাবে কৃষ্ণচরা খাল খননের কাজ চলছে। খননকাজে নিয়োজিত লোকজন বস্তাবন্দি কঙ্কালটি দেখে ৯৯৯-এ কল দেন। পরে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চক্রবর্তী জানান, কৃষ্ণচরা খাল থেকে একটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। কঙ্কালের পাশ থেকে উদ্ধারকৃত পরিধেয় বস্ত্র ও বেল্ট দেখে ধারণা করা হচ্ছে কঙ্কালটি পুরুষ মানুষের। সুরতহাল শেষে ডিএনএ পরীক্ষার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে কঙ্কালটি। ধারণা করা হচ্ছে, যখন খালে পানি ছিল তখন বস্তাবন্দি লাশটি ভেসে এসেছিল।