Opu Hasnat

আজ ৩১ মার্চ শুক্রবার ২০২৩,

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিভ্রাট! তথ্য ও প্রযুক্তি

গ্রামীণফোনের নেটওয়ার্ক বিভ্রাট!

দেশজুড়ে গ্রামীণফোন (জিপি) ব্যবহারকারী গ্রাহকরা নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গ্রাহকরা জিপির পরিষেবা ব্যাহত হওয়ার কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। বেলা সাড়ে ১১টার দিক থেকে এ সমস্যা তৈরি হয়।

জানা গেছে, নেটওয়ার্ক না থাকায় কেউ কেউ ভিড় করছেন গ্রামীণফোন সেন্টারে।

এ বিষয়ে গ্রামীণফোন তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ায় কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃক্ষিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার জানিয়েছেন, টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও গাজীপুরে ক্যাবল কাটা পড়েছে। আশা করা যায় ঘণ্টা খানিকের মধ্যে নেটওয়ার্ক সচল হবে।

তিনি বলেন, আমাদের কিছু করার নাই। এখানে রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগের কাজের জন্য ক্যাবল কাটা পড়েছে।

বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে গ্রামীণফোনকে নেটওয়ার্ক দ্রুত পুনর্বহাল করতে এবং নেটওয়ার্ক বিঘ্ন হওয়ার কারণ জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর