Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

দুর্গাপুরে চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর নেত্রকোনা

দুর্গাপুরে চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর

নেত্রকোনার দুর্গাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ৩দিন ব্যাপি বই মেলা ও স্ব-রচিত কবিতা পাঠের আসরের আয়োজন করেন। এছাড়া ক্ষুদে শিশুদের সুন্দর হস্তাক্ষর, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, সাবেক উপজেলা চেয়ারম্যান কবি আব্দুল্লাহ হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কবি জামাল তালুকদার, একাডেমিক সুপারভাইজান মুহাম্মদ নাসির উদ্দিন, প্রধান শিক্ষক মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় চিত্রাংকন ৩টি গ্রুপে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের আগামী ২২ ফেব্রুয়ারী উপজেলা পরিষদ মিলনায়তনে মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে পুরস্কার প্রদান করা হবে।