Opu Hasnat

আজ ১ ডিসেম্বর শুক্রবার ২০২৩,

চট্টগ্রামে বিএসটিআই'র অভিযানে জরিমানা চট্টগ্রাম

চট্টগ্রামে বিএসটিআই'র অভিযানে জরিমানা

চট্টগ্রামে বিএসটিআই'র অভিযানে অবৈধভাবে মশার কয়েল সংরক্ষণ, বিপনণ ও বাজারজাতকরণের অপরাধে একটি প্রতিষ্ঠানকে  ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (০৬ ফেব্রুয়ারী, ২০২৩) চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলা প্রশাসন এবং বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে লোহাগাড়া উপজেলার দরবেশহাট এলাকায় মেসার্স শের আলী স্টোরকে বিএসটিআই এর লাইসেন্সবিহীন মশার কয়েল অবৈধভাবে  সংরক্ষণ, বিপণন ও বাজারজাতকরণের অপরাধে  বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী  প্রতিষ্ঠানটিকে ২৫,০০০ টাকা জরিমানা করা হয়।  

এ অভিযানে বিজ্ঞ নির্বাহী  ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসন, লোহাগাড়া, চট্টগ্রাম  নেতৃত্ব প্রদান করেন এবং বিএসটিআই এর কর্মকর্তা প্রকৌঃ মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন।