Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

বিএসটিআই’র অভিযানে মশার কয়েল কোম্পানীকে ২,৫০,০০০ টাকা জরিমানা ঢাকা

বিএসটিআই’র অভিযানে মশার কয়েল কোম্পানীকে ২,৫০,০০০ টাকা জরিমানা

ঢাকার অদুরে সাভারে বিএসটিআই’র অভিযানে একটি মশার কয়েল কোম্পানীকে ২,৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (০৫ ফেব্রুয়ারী, ২০২৩) ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক পণ্য "মশার কয়েল" যেমন তুলসীপাতা নিম পাতা, ইগলু নিনজা নাইট আউটসহ বিভিন্ন ব্যান্ডের মশার কয়েল উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে মেসার্স আহমেদ কনজ্যুমার প্রোডাক্টসকে ২,০০,০০০/- টাকা (দুই লক্ষ) জরিমানা করা হয় এবং ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ মোতাবেক পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণ ব্যতীত পণ্য "মশার কয়েল" উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- টাকা (পঞ্চাশ হাজার) জরিমানা করা হয় । 

বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই'র কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মোঃ আশিকুজ্জামান এবং পরিদর্শক (মেট্রোলজি) ডিএমআই মোঃ মুকুল মৃধা