Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

ছাতকে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত ২০ সুনামগঞ্জ

ছাতকে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত ২০

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের মন্ডলী ভোগ মহল্লার (মন্ডলী ভোগ লাল মসজিদ) এর নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন ব্যক্তি।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার জুম্মা নামাজ শেষে মসজিদের নতুন কমিটি গঠনের লক্ষ্য মহল্লাবাসী এক বৈঠকে মিলিত হন।এ বৈঠকে দু'পক্ষের মধ্যে উত্তেজনা কর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় আর কমিটি গঠন হয়নি। এঘটনার সমাধানের লক্ষ্য শনিবার সকালে মসজিদ প্রাঙ্গনে এক শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। শালিস বৈঠক শেষে মহল্লার মৃত আব্দুল মন্নানের ছেলে এখলাছ মিয়া ও হাবিবুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম মাহিমের মধ্যে তর্কবির্তকের একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হলে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি সুটা দা রামদা রড পাইপ নিয়ে প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে গুরুতর আহত আরিফুল ইসলাম মাহিম(১৮), সৌরভ (২২)ও একলাছ মিয়া (৩৫) কে ঘটনাস্থল হতে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহত মঞ্জু (৩৮), মিজান (২৮), টুটুল (৩০), আব্দুল গফফার বাবলু (২২)-কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। 

এ ব্যাপারে মন্ডলী ভোগ মহল্লার মূরব্বি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সামসুল ইসলাম জানান ঘটনা নিষ্পত্তির জন্য আমরা স্থানীয় মূরব্বি দের নিয়ে শালিস বৈঠকে বসছিলাম কিন্তু যুবকরা এ ঘটনা গটিয়েছে।

ছাতক থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আলম জানান ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এই বিভাগের অন্যান্য খবর