Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

নরসিংদীর ৩টি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে ১৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল নরসিংদী

নরসিংদীর ৩টি পৌরসভায় মেয়র ও কাউন্সিলর পদে ১৪৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন পর্যন্ত বৃহস্পতিবার নরসিংদী জেলার নরসিংদী, মাধবদী ও মনোহরদী পৌরসভায় মোট ১৯ জন মেয়র এবং ১২৭ জন প্রার্থী কাউন্সিলর পদে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। 

নরসিংদী পৌরসভা
মেয়র পদে ৮ জন প্রার্থীর মধ্যে রয়েছেন, নরসিংদী শহর আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান মেয়র কামরুজ্জামান কামরুল (আওয়ামী লীগ), মোঃ সাইফুল ইসলাম সোহেল (বিএনপি), নাগরিক কমিটির ব্যাণারে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি এসএম কাইয়ুম (স্বতন্ত্র), জামায়াত নেতা জহিরুল ইসলাম মানিক (স্বতন্ত্র), আলহাজ্ব আমিনুল ইসলাম (ইসলামী ঐক্যজোট), মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান (জাতীয় পার্টি জেপি), ফারজানা আক্তার (ন্যাশনাল পিপল্স পার্টি) ও সিদ্দিকুর রহমান (স্বতন্ত্র)। এছাড়া নরসিংদী পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

মাধবদী পৌরসভা
মাধবদী পৌরসভার মেয়র পদে ৪ জন প্রার্থীর মধ্যে রয়েছেন, বর্তমান মেয়র হাজী মো. ইলিয়াছ (বিএনপি), মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন প্রধান মানিক (আওয়ামী লীগ), মো. হারুন মিয়া (ইসলাম আন্দোলন বাংলাদেশ), আব্দুল বাতেন শাহিন (স্বতন্ত্র)। এছাড়া মাধবদী পৌরসভায় ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

মনোহরদী পৌরসভা
মনোহরদী পৌরসভার মেয়র পদে ৭ জন প্রার্থীর মধ্যে রয়েছেন, আমিনুর রশিদ সুজন (আওয়ামী লীগ), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহরিয়ার কবির (স্বতন্ত্র), মাহমুদুল হক (বিএনপি), বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মেয়র ডা. আব্দুল খালেক (স্বতন্ত্র), আব্দুল মান্নান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মনোহরদী উপজেলা জামায়াতে ইসলামির নায়েবে আমির অধ্যাপক আমজাদ হোসেন (স্বতন্ত্র) ও বাবুল সরকার (জাতীয় পার্টি)। একই পৌরসভায় ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।