Opu Hasnat

আজ ২১ মার্চ মঙ্গলবার ২০২৩,

ছাতকে দুদকের সততা স্টোর উদ্বোধন সুনামগঞ্জ

ছাতকে দুদকের সততা স্টোর উদ্বোধন

সুনামগঞ্জের ছাতকে দুর্নীতি দমন কমিশন (দুদকের) সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে উপজেলার চরমহল্ল ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন। বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল হালিম। 

এ সময় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাদিক আহমদ, ফারুক আহমদ, মাসুম আহমদ, সাংবাদিক তাজিদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে কোরআনে পাক থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক শাহ নূর আলী ও গীতা পাঠ করেন শিক্ষক চান মনি। 

শিক্ষার্থীদের মধ্যে সততার চর্চা গড়ে তুলতে বিদ্যালয় গুলোতে বিক্রেতা বিহীন স্টোরে শিক্ষার্থীরা নিজ উদ্যোগে  পণ্য ক্রয়করে সংরক্ষিত বাক্সে টাকা রেখে এভাবে সততার চর্চা করতে দুদক এসব স্টোর স্থাপন করে দেয়। বিদ্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা শেষে এক রকমারি পিঠা উৎসবের আয়োজন করা হয়।