Opu Hasnat

আজ ২১ মার্চ মঙ্গলবার ২০২৩,

রাজবাড়ীতে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন রাজবাড়ী

রাজবাড়ীতে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ এবং সন্ত্রাসী সাহাবুদ্দিনসহ সকল হামলাকারীদের গ্রেফতারের দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারী) বিকেলে রাজবাড়ীর এলজিইডি কার্যালয়ের সামনের সড়কে এ মানবন্ধন কর্মসুচীর আয়োজন করে এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 

এ সময় এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা এবং তাদের কাজে বাঁধা ও হামলাকারীদের গ্রেফতাদের দাবী জানানো হয়। মানববন্ধন কর্মসুচীতে রাজবাড়ীর এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন বক্তৃতা করেন। এ সময় রাজবাড়ীর এলজিইডি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল বিকালে চট্টগ্রাম (চসিক) এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক মোঃ গোলাম ইয়াজদানীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।