Opu Hasnat

আজ ২১ মার্চ মঙ্গলবার ২০২৩,

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত স্বজনদের বাড়িতে শামা ওবায়েদ ফরিদপুর

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত স্বজনদের বাড়িতে শামা ওবায়েদ

ফরিদপুরের ভাঙ্গায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহতের স্বজনদের সমবেদনা জানাতে নগরকান্দার ধর্মদী গ্রামে তাদের বাড়ীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নগরকান্দার ধর্মদী গ্রামের একই পরিবারের তিনজন নিহত হওয়ার খবর শুনে ল সন্ধ্যায় ঢাকা থেকে ছুটে আসেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ।

শামা ওবায়েদ সড়ক দুর্ঘটনায় নিহত  মাইন উদ্দিন শেখ এর মাতা এবং স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে সমবেদনা জানান । এ সময় হৃদয় বিদারক দৃশ্যর অবতারনা হয়, স্বজন হারাদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে ।  

এ সময় তার সাথে ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল আলম রিজু, পল্লি উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক এস এম ইকরাম হোসেন লাবলু , চরযশরদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সহ বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।