Opu Hasnat

আজ ২২ মার্চ বুধবার ২০২৩,

বড়াইগ্রামে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক নাটোর

বড়াইগ্রামে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়নের মাঝগাঁও গ্রামের হাদীস মোড় এলাকার সোনিয়া (২৫) নামের এক গ্রহবধূকে পিটিয়ে হত‍্যা করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। শনিবার ১১টার দিকে এই ঘটনা ঘটে। সোনিয়া স্বামী লিটন একজন ভাংগাড়ী ব‍্যবসায়ী।

এলাকাবাসী ও স্হানীয়রা জানায়, শনিবার সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝড়গা বাধলে এক পর্যায়ে লিটন তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে এতে সোনিয়া মারা যায়। সোনিয়া মারা যাবার পর লিটন বাড়ি হতে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে বনপাড়া এলাকা হতে লিটনকে গ্রেফতার করে।                                                                                        

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, লিটনকে বনপাড়া এলাকায় অভিযান করে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতালে পাঠানো হয়েছ। মামলার প্রস্তুতি চলছে।