Opu Hasnat

আজ ২১ মার্চ মঙ্গলবার ২০২৩,

বৃহত্তর রংপুরের ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচন রংপুর

বৃহত্তর রংপুরের ইতিহাস বইয়ের মোড়ক উন্মোচন

রংপুরের ৫ জেলার ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে রচিত ‘বৃহত্তর রংপুরের ইতিহাস ‘ বইয়ের মোড়ক উন্মোচন। শনিবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় নগরীর আইডিয়া পাঠাগারে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া,  সাবেক অতিরিক্ত সচিব  বীরমুক্তিযোদ্ধা এসসি খান,  বীরমুক্তিযোদ্ধা কালী রঞ্জনবর্মন। 

স্বাগত বক্তব্য রাখেন অনুবাদক ও প্রকাশিত বইয়ের লেখক মোস্তফা তোফায়েল হোসেন। সঞ্চালনা করেন প্রকাশক ও কবি সাকিল মাসুদ।

অঅনুষ্ঠানে লেখক ও ইতিহাস গবেষক রেজাউল করিম মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুরের কবি ও লেখকগণ। বক্তব্যে বৃহত্তর রংপুরের ইতিহাস বইটি রংপুরের ইতিহাসে গুরুত্বপূর্ণ সংযোজন বলে উল্লেখ করেন আলোচকগণ।

এই বিভাগের অন্যান্য খবর