Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে ধান মাপে কারচুপির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা নেত্রকোনা

দুর্গাপুরে ধান মাপে কারচুপির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নেত্রকোণার দুর্গাপুরে কৃষকদের ধান ক্রয়ে মাপে কারচুপির সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর, সোচ্ছার হয়ে ওঠে প্রশাসন। পরবর্তিতে ব্যবসায়িদের এ ধরনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম।

জানা গেছে, মহাজনরা কেজির মারপ্যাঁচে ও কাঁচাধানের অজুহাতে ওজনে কারচুপি করে এলাকার কৃষকদের কাছ থেকে অতিরিক্ত ধান হাতিয়ে নিয়ে কৃষককে ঠকাচ্ছেন হচ্ছে প্রতিনিয়ত। এ অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম জানান, ধান কেনার সময় বাজারের ব্যবসায়ীরা ওজনে বেশি নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। কৃষকরা যেন ধান বিক্রি করতে এসে না ঠকেন সে বিষয়ে সর্তকতাও করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।