Opu Hasnat

আজ ৩১ মার্চ শুক্রবার ২০২৩,

ভাঙ্গায় পুত্রের হাতে পিতা খুন ফরিদপুর

ভাঙ্গায় পুত্রের হাতে পিতা খুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়  পৌর সদরের ৬নং ওয়ার্ডের ছিলাধরচর সদরদী গ্রামে পুত্রের হাতে পিতা কিবরিয়া ফকির (৫০) নিহত হন। 

শনিবার রাতে নিহত কিবরিয়ার স্ত্রী তাছলি বেগম (৪০) এর সাথে পারিবারিক বিষয় নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হয়। এক পর্যায়ে তার ছেলে নাঈম ফকির (২০) বাবার উপর ক্ষিপ্ত হয়ে পিতা কিবরিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে আহত করে। আহত কিবরিয়াকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। কর্তবরত চিকিৎসক জানায় নিহত কিবরিয়া ফকিরের গলায়, ঘাড়ে, পিঠে, কানে একাধিক কোপের চিহ্ন রয়েছে। নিহত কিবরিয়া ফকির ছিলাধরচর গ্রামের মৃত আদেল ফকিরের ছেলে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানায়, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।