Opu Hasnat

আজ ৩১ মার্চ শুক্রবার ২০২৩,

মাগুরা জেলার সাংবাদিক ও সুধীজনবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় মাগুরা

মাগুরা জেলার সাংবাদিক ও সুধীজনবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

মাগুরা জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিন্স মিডিয়ার সাংবাদিক ও সুধীজনবৃন্দের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তৃতা করেন, মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু নাছির বাবলু, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শাহাদত হোসেন মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাহিনা আক্তার ডেইলি, প্রেসক্লাব এর সাধারন সম্পাদক শামিম আহম্মেদ খান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিন্স মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন অংঙ্গ সংগঠনের সুধীজনবৃন্দ। 

জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, জেলার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ব হয়ে কাজ করার আহব্বান জানান।