Opu Hasnat

আজ ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার ২০২৩,

ব্রেকিং নিউজ

বাংলাদেশ-ভারতমৈত্রী সম্মাননা সনদ পেলেন সাংবাদিক এড. রাজ্জাক খুলনা

বাংলাদেশ-ভারতমৈত্রী সম্মাননা সনদ পেলেন সাংবাদিক এড. রাজ্জাক

বাংলাদেশ-ভারতমৈত্রী সম্মাননা সনদ পেয়েছেন সাংবাদিক এড. রাজ্জাক। ভারত- বাংলাদেশ ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশন ও শেরে বংলা এ.কে. ফজলুল হক গবেষণা পরিষদ এর যৌথ উদ্যোগে ৩ ডিসেম্বর ঢাকার কচি-কাঁচা মিলনায়তনে  সম্মাননা এ ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান এবং "ভারত-বাংলাদেশ কুটনৈতিক সম্পর্কের সুবর্নজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উক্ত অনুষ্ঠানে ইন্ডিয়া -বাংলাদেশ ফ্রেন্ডসীপ অ্যাশোশিয়ানের সভাপতি অজয় দেবনাথের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামূল হক নাসিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. মোঃআবু তারিক। 

এছাড়াও অর্থ মন্ত্রনালয়ের অতিক্তির সচিব পীরজাদা সহিদুল ইসলাম, শেরে বাংলার দৌহিত্র ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ সহ দু’দেশের বরেন্দ্র ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। 

সেখানে পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক, মানবাধিকারকর্মী এড. এফ,এম,এ রাজ্জাকের পক্ষে তার পুত্র মোঃ হাচিবুল হক বিচারপতিদের কাছ থেকে সম্মাননা সনদ গ্রহন করেন।

এই বিভাগের অন্যান্য খবর