Opu Hasnat

আজ ১ ডিসেম্বর শুক্রবার ২০২৩,

দুর্গাপুরে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ নেত্রকোনা

দুর্গাপুরে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

নেত্রকোণার দুর্গাপুরে আদিবাসীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কুলাগড়া ইউনিয়নের রানীখং মিশন স্কুল মাঠে শতাধিক আদিবাসীদের গায়ে শীতবস্ত্র জড়িয়ে দেন জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। 

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান সাইমন তজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ। 

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, তীব্র শীতে দুঃস্থ্য মানুষদের পাশে দাঁড়াতে নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত থাকবে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজে সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে নেত্রকোনা জেলা পুলিশ।