Opu Hasnat

আজ ২০ এপ্রিল শনিবার ২০২৪,

পাইকগাছায় পাউবোর জায়গায় দোকান ঘর নির্মাণের অভিযোগ! খুলনা

পাইকগাছায় পাউবোর জায়গায় দোকান ঘর নির্মাণের অভিযোগ!

খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটিতে পানি উন্নয়ন বোর্ডের স্লুইস গেটের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। 

জানা যায়, উপজেলার পাইকগাছা পৌরসভার অব্যন্তরে শিববাড়ি পাউবোর স্লুইস গেটের পাশে শিববাড়ি গ্রামের বিধান মন্ডল কাঠ ও বাঁশের খুটি দিয়ে গোলপাতার ছাউনি করে দোকান ঘর নির্মাণের কাজ করছিল। বুধবার (৩০ নভেম্বর) স্হানীয়দের মাধ্যমে খবর পাওয়া মাত্রই পাউবো কর্তৃপক্ষ সরেজমিনে উপস্হিত হয়ে চলমান দোকান ঘর নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন বলে স্হানীরা জানান। 

পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণের বিষয়ে প্রশ্ন করা হলে বিধান চন্দ্র সানা বলেন, সবাই জানে এই জায়গায় পূূর্বে আমার দোকান ছিল তাই পুনরায় সেটা ঠিক করছি। 

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড পাইকগাছা পওর শাখার উপ-সহকারী প্রকৌশলী রোমিত হোসেন মনি বলেন, বুধবার স্হানীয়দের মাধ্যমে খবর পাওয়া মাত্রই সরেজমিনে পৌঁছে কাজ বন্ধ করে দিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।