Opu Hasnat

আজ ৩০ সেপ্টেম্বর শনিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

জাগ্রত সাহিত্য সম্মাননা-২০২২ পেলেন সৈয়দা রুখসানা জামান শানু শিল্প ও সাহিত্য

জাগ্রত সাহিত্য সম্মাননা-২০২২ পেলেন সৈয়দা রুখসানা জামান শানু

জাগ্রত সাহিত্য পষিদের আয়োজনে ১২ নভেম্বর শনিবার বিকাল চারটায় মহানগর নাট্যমঞ্চ, গুলিস্তান, ঢাকা'র অডিটোরিয়ামে শানুকে সম্মাননা প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের কিংবদন্তি এবং একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি শিহাম আল মুজাহিদী। 

এ সময় উপস্থিত ছিলেন গবেষক, দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক ও কবি মাহমুদুল হাসান নিজামী, জাগ্রত ব্যবসায়ী ও জনতার প্রতিষ্ঠাতা সভাপতি শিহাব রিফাত আলম, জাগ্রত সাহিত্য পরিষদের সভাপতি  কবি আশরাফ চৌধুরী এবং সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক নাসরিন ইসলাম, গাঙচিলের কর্ণধার খান আখতার হোসেন, মোস্তাফিজুর রহমান চৌধুরী, ড.শারিফ শাক্তি, ড. এমডি নজরুল ইসলাম, আবু নাসের তুহিন, নাসরিন নাজ প্রমূখ।