Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত নেত্রকোনা

দুর্গাপুরে নবান্ন উৎসব পালিত

আবহমান কাল ধরে অগ্রহায়ন মাস এলেই বাঙ্গালী জাতি নবান্ন উৎসবে মেতে ওঠেন। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমি ও বিরিশিরি ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমিতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নবান্ন উৎসব। বুধবার সন্ধ্যায় পিঠা উৎসব, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সঙ্গীত শিক্ষক তন্ধী চক্রবর্ত্তীর সঞ্চালনায় ‘‘এসো মিলি সবে - নবান্নের উৎসবে’’ এই প্রতিপাদ্যে অন্যদের মধ্যে আলোচনা করেন সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, শিক্ষক রুমা ঘোষ, মাধবী দাস, শঙ্খদ্বীপ দে প্রমুক।

বক্তারা বলেন, বাঙ্গালীর নানা ঐতিহ্যের মাধ্যমেই ফুটে উঠে বাংলা সংস্কৃতি। আবহমান কাল থেকেই পালিত হচ্ছে বাঙ্গালী জাতীর প্রানের নবান্ন উৎসব। এ উৎসবের ঐতিহ্য রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। পরিশেষে একাডেমির শিল্পীগন এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।