Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ছাতকে জাইকার দুর্যোগ প্রশমন বিষয়ক প্রস্তুতিমূলক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জ

ছাতকে জাইকার দুর্যোগ প্রশমন বিষয়ক প্রস্তুতিমূলক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জের ছাতকে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)'র উদ্যোগে দুর্যোগ প্রশমন বিষয়ক প্রস্ততি মূলক কর্মশালা সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এল ডি আর আর পি শীর্ষক প্রকল্প পরিচালক যুগ্ম সচিব নিশ্চিন্ত কুমার পোদ্দার। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা সকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, লিপি বেগম, উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার রহমান তোতা মিয়া,  উপজেলা প্রকৌশলী আফসর আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন চন্দ্র রায়, উপজেলা সমবায় অফিসার মতিউর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার শাহ মোহাম্মদ শফিউর রহমান, পি আই ও মাহবুব রহমান, ইউ পি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক,  গয়াছ আহমদ, বিল্লল আহমদ,পীর আব্দুল খালিক রাজা, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, জাইকার টিম লিডার সত্যান্দ্র নাথ মিত্র,এফ এফ সেলে স্টিং ম্রং, আঁখি রানী দাস, উপজেলা নির্বাহী অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, সহকারী উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর দেবাশীষ রায় প্রমূখ।

এই বিভাগের অন্যান্য খবর