Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ছাতকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সুনামগঞ্জ

ছাতকে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা

সুনামগঞ্জের ছাতকে “নির্ভূল জন্ম ও মৃত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব" এ প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। 

উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) মোস্তফা আহসান হাবিবের পরিচালনা অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান সুন্দর আলী, সাইফুল ইসলাম, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তাক আহমেদ, সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার স্বপ্না বেগম। 

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রনব লাল দাস, উপজেলা নির্বাহী অফিসের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা অরুণ অধিকারী, সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন প্রমূখ। 

সভায় বক্তারা বলেন দেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়াটি এখন জটিল হয়ে পড়েছে। একজন নাগরিকের নামে ৪ টি জন্ম নিবন্ধন থাকে। মা বাবার নামে অধিক হারে ভুল থাকায় সহজে নিবন্ধন করা যায় না।

এই বিভাগের অন্যান্য খবর