Opu Hasnat

আজ ৮ ডিসেম্বর বৃহস্পতিবার ২০২২,

করোনায় গত ২৪ ঘন্টায় দেশে দুইজনের মৃত্যু, আক্রান্ত ৫৪৯, সুস্থ ২৯৩ স্বাস্থ্যসেবা

করোনায় গত ২৪ ঘন্টায় দেশে দুইজনের মৃত্যু, আক্রান্ত ৫৪৯, সুস্থ ২৯৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় দুইজনের প্রানহানি হয়েছে। ফলে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৯,৩৭৪ জনে।

আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৪৯ জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২০,২৮,১১৪ জন।

এ সময় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ সুস্থ হয়েছেন ২৯৩ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১৯,৬৭,৩৬৯ জন।

বুধবার (০৫ অক্টোবর ‘২২) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, করোনাভাইরাসে থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।