Opu Hasnat

আজ ৯ ডিসেম্বর শুক্রবার ২০২২,

দুর্গাপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত নেত্রকোনা

দুর্গাপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত

‘‘চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উৎপাদনশীলতা’’ এ প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে জাতীয় উৎপাদনশীলতা দিবস। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যেগে রোববার এ দিবস পালিত হয়। 

এ উপলক্ষে সর্বস্তরের অংশগ্রহনে এক বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কৃষি সম্প্রসারণ মিলনায়তনে অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান।

বক্তারা বলেন, শুধু শিল্প নয়, দেশের কৃষি ও শিক্ষাসহ অন্যান্য অনেক ক্ষেত্রেই উৎপাদনশীলতার বৃদ্ধি করা যেতে পারে। এক্ষেত্রে দুর্গাপুর উপজেলার প্রাকৃতিক সম্পদ ও ভৌগোলিক সুবিধাকে কাজে লাগিয়ে উৎপাদনশীলতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন ইউএনও রাজীব-উল-আহসান। উৎপাদনশীলতা বৃদ্ধি করতে দুর্গাপুরে অনেক ক্ষেত্র রয়েছে। এ নিয়ে কাজ করতে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।