Opu Hasnat

আজ ৯ ডিসেম্বর শুক্রবার ২০২২,

সিরাজগঞ্জ জেলা সোসাইটি সিঙ্গাপুর'র পক্ষ থেকে দুই পরিবারকে সহায়তা প্রদান সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা সোসাইটি সিঙ্গাপুর'র পক্ষ থেকে দুই পরিবারকে সহায়তা প্রদান

সিরাজগঞ্জ উল্লাপাড়া  উপজেলার রামকান্দিপুর ও বরহর এলাকায়  সিরাজগঞ্জ জেলা সোসাইটি সিঙ্গাপুর এর  উদ্যোগে অসহায় দুই পরিবারের মাঝে  নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।  বুধবার সকালে সোসাইটির পক্ষ থেকে  উপজেলার রামকান্দিপুর এলাকায়  অসহায়  এক শিশু বাচ্চার  মাথার টিউমার অপারেশন এর জন্য ১০ হাজার টাকা ও উপজেলার  বরহর গ্রামে  এক বৃদ্ধা ও তার  এতিম নাতির জন্য  ৫ হাজার টাকা নগদ   সহায়তা তুলে দেন  সিঙ্গাপুর  প্রবাসী আল- আমিন সরকার। 

সিঙ্গাপুর প্রবাসী আল-আমীন সরকার জানান, আমরা সিরাজগঞ্জের প্রবাসীরা সিরাজগঞ্জ জেলা সোসাইটি সিঙ্গাপুর  এর পক্ষ থেকে অসহায় হতদরিদ্রের  মাঝে নগদ অর্থ সহায়তা করে থাকি।  এটি একটি অরাজনৈতিক সংগঠন। দেশের বিভিন্ন স্থানে অসহায় বৃদ্ধ, হতদরিদ্র,  অসুস্থ্য,  ইয়াতিমদের আমরা প্রবাসীরা সংগঠনের মাধ্যমে আমাদের কষ্টার্জিত টাকা নিয়ে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করি।  ভবিষ্যতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।