ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী সুনামগঞ্জ / 
ছাতক পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র তাপস চৌধুরী। বুধবার (২১ সেপ্টেম্বর) থেকে তিনি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য যাত্রা করেন। মেয়র আবুল কালাম চৌধুরীর যুক্তরাজ্য গমন উপলক্ষে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালনের জন্য প্যানেল মেয়র তাপস চৌধুরীরকে দায়িত্ব হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ছাতক পৌরসভার প্রতিষ্ঠা লগ্ন থেকেই তাপস চৌধুরী টানা পাঁচ বার পৌর কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এর আগেও তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন। ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধুরী জানান, নিষ্ঠার সহিত দায়িত্ব পালন ও পৌরবাসীর খেদমতের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করছেন।