Opu Hasnat

আজ ৯ জুন শুক্রবার ২০২৩,

ব্রেকিং নিউজ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল চালক নিহত রাজবাড়ী

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল চালক নিহত

রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শমশের আলী ও হাসান আলী নামে দুই মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে।

নিহত শমসের আলী পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের লোকমান মন্ডলের ছেলে ও হাসান আলী কুষ্টিয়া সদর উপজেলার বাঘিয়া পাড়া এলাকার ওমর আলীর ছেলে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের গোপালপুর ও কালুখালী ফায়ার সার্ভিসের সামনে পৃথকভাবে ওই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।

পাংশা মডেল থানার উপ পরিদর্শক এস আই মাহাবুব হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। বিভিন্ন জনের সাথে কথা বলে জানতে পারি যে, নিজ এলাকা থেকে শমসের (কুষ্টিয়া -ল ১২-৮১-৩৯) নম্বরের মটর সাইকেলটি চালিয়ে কুষ্টিয়া অভিমূখে তার শশুর বাড়ি যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌছালে দ্রুতগতির একটি  ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান রয়েছে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, বুধবার দুপুর ১ টার দিকে কুষ্টিয়া থেকে মোটর সাইকেলযোগে আসছিল কুষ্টিয়া সদর উপজেলার বাঘিয়া পাড়া এলাকার ওমর আলীর ছেলে হাসান আলী। এ সময় পিছন থেকে আসা লালন পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্য হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যাবস্থা চলমান আছে।