Opu Hasnat

আজ ১০ ডিসেম্বর রবিবার ২০২৩,

বড়াইগ্রামে পাঠভ্যাস গড়তে কর্মশালার উদ্বোধন নাটোর

বড়াইগ্রামে পাঠভ্যাস গড়তে কর্মশালার উদ্বোধন

নাটোরের বড়াইগ্রামে মঙ্গলবার উপজেলা রিসোর্স সেন্টারে শিশু শিক্ষার্থীদের পাঠভ্যাস গড়ে তুলতে এক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রুম টু রিড নামক এক শিক্ষামূলক বেসরকারি সংস্থা এর আয়োজন করে। 

ইউআরসি ইন্সট্রাকটর মো: ইবরাহীম খলিলুল্লাহথর সভাপতিত্বে ও রুম টু রিড এর সিনিয়র অফিসার মো: আব্দুস সাত্তার এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ৩ দিনের ওই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা: মারিয়াম খাতুন। 

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকতর বইমুখী করতে উৎসাহমূলক বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার ড.নাছিম রানা ও মোছা: সোনালী খানম, সহায়ক মো: আবু শামা, মোছা: আজমা খাতুন শিউলী প্রমূখ।  কর্মশালায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক অংশগ্রহন করেন।