Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

ওষুধ কোম্পানির গাড়িতে মাদক, আটক ১ কুমিল্লা

ওষুধ কোম্পানির গাড়িতে মাদক, আটক ১

ওষুধের সঙ্গে কুমিল্লায় ইয়াবা, ফেনসিডিল, গাঁজা বিক্রি এবং পরিবহনের অভিযোগে একজনকে আটক করেছে র‌্যাব-১১। কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি ওষুধ কোম্পানির পরিবহনের মিনি পিকআপে আট হাজার ৬শত৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫শত বোতল ফেনসিডিল ও ৮৩ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।

আটক আসামি হলেন- চাঁদপুর জেলার কঁচুয়া থানাধীন চাপাতলী (দক্ষিণ পাড়া) গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. আল-আমিন হোসেন সুমন (৩১)।

র‌্যাব-১১ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মো. সাকিব হোসেন  জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে  জানিয়েছে, জব্দ করা পিকআপে দীর্ঘদিন ধরে কুমিল্লা, চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলর। এ ছাড়াও, মাদকদ্রব্য পরিবহনের জন্য বিশেষ প্রক্রিয়ায় কোম্পানির কাভার্ডভ্যান ব্যবহার করে তার ভেতরে ওষুধের আড়ালে মাদক পরিবহন করে আসছে। এ বিষয়ে আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।