Opu Hasnat

আজ ২৯ মার্চ শুক্রবার ২০২৪,

রাজবাড়ীতে ৯০ জন হোটেল ও মিষ্টি বেকারী মালিককে প্রশিক্ষন রাজবাড়ী

রাজবাড়ীতে ৯০ জন হোটেল ও মিষ্টি বেকারী মালিককে প্রশিক্ষন

নিরাপদ খাদ্য নিশ্চিত করনের লক্ষ্যে রাজবাড়ীতে ৯০ জন হোটেল ও মিষ্টি বেকারী মালিককে প্রশিক্ষন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগষ্ট) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে ওই প্রশিক্ষন ও সচেতনামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ রাজবাড়ী জেলা কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব সূর্য কুমার প্রামানিক, রাজবাড়ী সদর উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম মিয়া, রাজবাড়ী পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক মোফাজ্জল হোসেন বকুল প্রমুখ। 

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ রাজবাড়ী জেলা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ রাজবাড়ী জেলা কার্যালয়ের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম এর অংশ হিসেবে জেলার বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট, মিষ্টান্ন ভান্ডার, বেকারি, আইসক্রিম ফ্যাক্টোরি, বরফ কারখানা, গুড় ব্যবসায়ী এবং ফুটপাতের খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। জনস্বার্থে এধরনের কার্যক্রম চলমান থাকবে।