পদ্মার দু’টি ইলিশ সাড়ে ৫ হাজারে বিক্রি রাজবাড়ী / 
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় দু’টি ইলিশ মাছ। মাছ দু’টির ওজন হয়েছে ২ কেজি ৮ শ গ্রাম। মাছ দু’টি ৫ হাজার ৬শত টাকায় বিক্রি হয়েছে।
রবিবার (৭ আগস্ট) ভোর রাতে দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে নিতাই হলদারের জালে ইলিশ মাছ দু’টি ধরা পড়ে। সকালে দৌলতদিয়া বাজারের মোহন মন্ডলের আড়তে নিয়ে আসলে প্রকাশ্যে নিলাম ডাকের মাধ্যমে মাছ ব্যবসায়ী শাজাহান সম্রাট ১৮ শত টাকা কেজি দরে ৫ হাজার ৪০ টাকা দিয়ে ইলিশ মাছ দু’টি ক্রয় করেন।
মাছ ব্যবসায়ী শাজাহান সম্রাট বলেন, ঢাকার এক ব্যবসায়ী আগেই বলে রাখছিলেন বড় ইলিশ মাছ পেলে তাকে দেওয়ার জন্য। সকালে বাজারে গিয়ে বড় বড় দু’টি ইলিশ মাছ পাই। মাছ দু’টি ১৮শত টাকা দরে ক্রয় করে ২ হাজার টাকা কেজি দরে ৫ হাজার ৬ শত টাকায় ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেছি।