Opu Hasnat

আজ ১৯ এপ্রিল শুক্রবার ২০২৪,

ছাতকে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্ম বার্ষিকী পালিত সুনামগঞ্জ

ছাতকে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্ম বার্ষিকী পালিত

সুনামগঞ্জের ছাতকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। 

উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিবের পরিচালনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ইসলাম উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত মোহাম্মদ লাহিন, লিপি বেগম, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন চন্দ্র রায়,  উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগটনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, রাজনীতি বিদ আফজাল হোসেন, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন।

এসময়  সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ফায়জুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রনব লাল দাস, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সহকারী প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর  দেবাশীষ রায়, আওয়ামিলীগ নেতা নাজমুল হোসেন প্রমূখ। 

এর আগে সকালে উপজেলা চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এই বিভাগের অন্যান্য খবর