Opu Hasnat

আজ ২৮ মার্চ বৃহস্পতিবার ২০২৪,

রাজবাড়ীতে ন্যায্য মূল্যের টিসিবি’র পন্য বিক্রি শুরু রাজবাড়ী

রাজবাড়ীতে ন্যায্য মূল্যের টিসিবি’র পন্য বিক্রি শুরু

সারা দেশের ন্যয় রাজবাড়ীতেও ন্যায্য মূল্যে টিসিবির পন্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৩ আগষ্ট) সকালে রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আড়ৎপট্টি এলাকায় ওই কার্যক্রম শুরু হয়।

এ সময় প্রতিটি কার্ডধারীর কাছে ২ লিটার তেল, ২ কেজি মসুর ডাল, ও এক কেজি চিনির একটি প্যাকেজ যার মূল্য ৪০৫ টাকা করে বিক্রি করা হয়। কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া লাইনে দারিয়ে পন্য ক্রয় করেন কার্ডধারীরা।

রাজবাড়ীর টিসিবি’র ডিলার মোঃ রাশেদুল হক জানান, বিগত দিনগুলোতে ভিন্ন ভিন্ন স্পটে পন্য বিক্রি করা হলেও এখন নিয়ম হয়েছে একটি স্পট থেকে এক এক দিন আলাদা আলাদা ওয়ার্ড ধরে পর্যায়ক্রমে পন্য বিক্রি করতে হবে। আজ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোট ৫৪৩ জন কার্ডধারীর মাঝে এই পন্য বিক্রি করা হবে।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুবুর রহমান জানান, সারা রাজবাড়ী জেলায় টিসিবির কার্যক্রম শুরু হয়েছে। জেলায় মোট ১৮ জন ডিলার দ্বারা ৬৭ হাজার ৩৬৪ জন কার্ডধারীর কাছে ন্যয্য মূল্যের এই পন্য বিক্রি করা হবে।