Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

দিনে দুপুরে দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, চোর আটক বাগেরহাট

দিনে দুপুরে দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, চোর আটক

দরজা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে  পালাবার সময় এক চোর আটক। চোরের নাম মোঃ সাফায়েত মাঝি (২০)।  তার বাড়ি উপজেলার বর্শিবাওয়া গ্রামে। শুক্রবার (১ জুন) দুপুর ২ টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দোনা গ্রামের মৃত আঃ রব শিকদারের ছেলে মোঃ আখতারুজ্জামানের বসত ঘরে এ ঘটনা ঘটে। 

ঘটনার আগের দিন বৃহস্পতিবার আখতারুজ্জামানের স্ত্রী এবং তার দুই শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। আখতারুজ্জামান শুক্রবার জুমার নামাজে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে তার বসতঘরের পিছনের দরজা ভেঙে ঘরে ঢুকে আলমারির তালা ভেঙ্গে নগদ প্রায় সাড়ে ১৫ হাজার টাকা এবং ৩ ভরি ওজনের সোনার গলার হার, আংটি সহ ২ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি করে।  ঘটনার সময় নামাজ শেষে আখতারুজ্জামান বাড়ি ফিরে বসত ঘরের সামনে আসতেই বসত ঘরের পিছনের দরজা থেকে একজনকে লাফিয়ে পড়ে দৌড়াতে দেখেন । দ্রুত তালা খুলে ঘরে ঢুকে আলমারির তালা ভাঙা লক্ষ্য করে ড্রয়ার খুলে নগদ টাকা ও স্বর্ণালংকার দেখতে না পেয়ে 'চোর চোর' বলে ডাক চিৎকার করতে থাকেন। তার ডাক চিৎকারে চারিদিক থেকে এলাকাবাসী  নেমে পড়লে ধরা পড়ে চোর ‌। পরে তার কাছ থেকে চুরি যাওয়া গলার হার ছাড়া নগদ টাকা ও অন্যান্য স্বর্ণালংকার উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
 
এ ব্যাপারে চোর সাফায়েত মাঝিকে আসামি করে মোঃ আখতারুজ্জামান মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এই বিভাগের অন্যান্য খবর