Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতে ২ লক্ষ টাকা জরিমানা রাজধানী

রাজধানীতে ভ্রাম্যমাণ আদালতে ২ লক্ষ টাকা জরিমানা

রাজধানীতে শনিবার RAB-4 ও বিএসটিআই এর সমন্বয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুসারে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে ইন্টার্নাল কম্বাশন ইঞ্জিন ক্র্যাংকাস অয়েল (ডিজেল ও গ্যাসোলিন), ব্রান্ড: Mobil, SuperV, Total ও Yamaha উৎপাদন, বিক্রয়, বাজারজাত ও ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকার অপরাধে রাজধানীর দারুসসালাম এর জব্বার হাউজিং সোসাইটির মেসার্স মা মোটরসকে এক লাখ টাকা এবং সাভার নগরকোন্ডা দাসপাড়ার মেসার্স শেফা কেমিক্যাল এন্ড ফুডস ইন্ডাস্ট্রিজ লিঃ-কে মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া পণ্য (মশার কয়েল, ব্রান্ড নিম পাতা) উৎপাদন, বিক্রয় ও ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় এক লাখ টাকা জরিমানা করা হয়। 

উক্ত ভ্রাম্যমাণ আদালত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে পরিচালিত হয়। 

প্রসিকিউটর হিসেবে ছিলেন ডিএমআই, বিএসটিআই পরিদর্শক মোঃ মঈন উদ্দিন। বিএসটিআইয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।