Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

মাগুরায় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর চেক বিতরণ মাগুরা

মাগুরায় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর চেক বিতরণ

মাগুরায় প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর দেয়া ৩০ লক্ষ ৬ হাজার টাকার চেক ও ৮১২২ জনের মাঝে ভাতা বহি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার বিতরণ করা হয়েছে। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর বরাদ্ধকৃত প্রান্তিক জনগোষ্ঠির ১৬৭ জন কামার, কুমার, নাপিত, বাঁশ, বেত ও জুতা মেরামতকারীদের অনুদানের চেক এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা বহি বিতরন করেন সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। 

মাগুরা সদর উপজেলা পরিষদ ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে সদর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নাছির বাবলুর সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুত্তিযোদ্ধা আ ফ ম আব্দুল ফাত্তাহ্, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রান্তিক জনগোষ্ঠির ১৬৭ জন কামার, কুমার, নাপিত, বাঁশ, বেত ও জুতা মেরামতকারীদের মাঝে জন প্রতি ১৮ হাজার টাকা হারে ও ৮১২২ জন ভাতাভোগীদের মাঝে মাসিক জন প্রতি ৫০০ টাকা ও ৭৫০ টাকার ভাতা বহি প্রদান করা হয়। যার ফলে প্রান্তিক জনগোষ্ঠির লোকজন উপকৃত হয়েছে।