Opu Hasnat

আজ ১৩ আগস্ট শনিবার ২০২২,

ব্রেকিং নিউজ

পদ্মা সেতুর উদ্বোধনে উচ্ছ্বাসিত দুর্গাপুরবাসী নেত্রকোনা

পদ্মা সেতুর উদ্বোধনে উচ্ছ্বাসিত দুর্গাপুরবাসী

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান দেখার আয়োজন করেছেন উপজেলা প্রশাসন। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তন, সকল শিক্ষা প্রতিষ্ঠান, দুর্গাপুর প্রেসক্লাব সহ নানা প্রতিষ্ঠান এ অনুষ্ঠান দেখার আয়োজন করেন। 

উপজেলা পরিষদ মিলনায়তনে সকল শ্রেনী পেশার মানুষের সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌর আরা ঝুমা তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন সহ সকল দপ্তরের অফিস প্রধানগন উপস্থিত ছিলেন।

ইউএনও রাজীব বলেন, পদ্মা সেতু উদ্বোধন বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা আরও উঁচু করবে। এই দিনটিকে আমরা বিশেষভাবে স্মরণীয় করতে ও তুলে ধরতেই এ আয়োজন করেছি। দেশের এ অসম্ভব হাজারো বাঁধার মুখেও সম্ভব হয়েছে শুধুমাত্র জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। এটি বাঙ্গালি জাতির একটি অর্জন।