Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

নড়াইলে জনশুমারি ও গৃহগননা কার্যক্রমের উদ্বোধন নড়াইল

নড়াইলে জনশুমারি ও গৃহগননা কার্যক্রমের উদ্বোধন

নড়াইলে জনশুমারি ও গৃহগননা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। বুধবার (১৫ জুন) সকালে জেলা পরিসংখ্যান কার্যলয় চত্বর হতে উদ্বোধনী র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বেলুন উড়িয়ে জনশুমারি ও গৃহগননা কার্যক্রমের উদ্বোধন করেন। এসব কার্যক্রমে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফখরুল হাসান, সদর উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ সাইদুর রহমান, জেলা জজ আদালতের বিজ্ঞ জিপি এ্যাডভোকেট অচিন কুমার চক্রবর্তী, এ্যাডভোকেট ওমর ফারুক সহ বিভিন্ন সরকারি ও বে-সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম জানান, জেলায় মোট ১৫৮৭ জন গননাকারী, ২৫৫জন সুপারভাইজার, ১৪ জন জোনাল অফিসার, ১৪ জন আইটি সুপারভাইজার, ৩ উপজেলা সমন্বয়কারি ও একজন জেলা শুমারি সমন্বয়কারি নিয়োজিত আছেন।