Opu Hasnat

আজ ১৮ আগস্ট বৃহস্পতিবার ২০২২,

দেশের উন্নয়নে সকল ধর্মালম্বীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : সাংসদ শিখর মাগুরা

দেশের উন্নয়নে সকল ধর্মালম্বীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : সাংসদ শিখর

সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে এবং দেশ ও জাতির উন্নয়নে সকল ধর্মালম্বীদের সকল মতভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 

তিনি শুক্রবার রাতে মাগুরা ছানার বটতলা মন্দির প্রাঙ্গনে আয়োজিত শ্রী শ্রী লোকনাথ  ব্রহ্মচারীর ১৩২তম তিরোধাম দিবস উপলড়্গে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসকল কথা বলেন। 

অনুষ্ঠানে বক্তৃতা করেন মাগুরা সদর হাসপাতলের সাবেক তত্বাবধায়ক বিশিষ্ট চিকিৎসক ডা. সুশান্ত কুমার বিশ্বাস, মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, এ্যাডভোকেট অজয় কুমার বিশ্বাস ও স্থানীয় সনাতন ধর্মের নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। আলোচসা সভা শেষে এক ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।