Opu Hasnat

আজ ৩১ মার্চ শুক্রবার ২০২৩,

কচুয়ায় ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা বাগেরহাট

কচুয়ায় ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা

বাগেরহাটের কচুয়ায় ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। রবিবার  স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী কচুয়া উপজেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রম্যমান আদালত পরিচালনা করেন কচুয়া উপজেলার সহকারীক মিশনার (ভূমি) মো: ইবনে আল জায়েদ হোসেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর  মেডিকেল অফিসার ডা. রাসেল মোস্তাফিজ।

অভিযানে কচুয়া উপজেলার হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেড ও মালেক সুফিয়া ডায়গনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় এদের প্রত্যককে দশ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানকে পরবর্তী নির্দেশ নানা দেওয়া পর্যন্ত সিলগালা করে বন্ধ করে দেওয়া হয় আর  পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সাইনবোর্ড ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার, বাধাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র টিক থাকায় তাদেরকে ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্য্যক্রম পরিচালনা করেতে নির্দেশনা দেন।

এ বিষয়ে জানতে চাইলে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিশংকর পাইক বলেন ২৯ মে সারাদেশের মত কচুয়া উপজেলার বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালিত হয় এবং আমরা কচুয়া উপজেলার হাজেরা খাতুন হেলথ কেয়ার লিমিটেড ও মালেক সুফিয়া ডায়গনস্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় এদের প্রত্যককে দশ হাজার টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। প্রত্যক প্রতিষ্ঠানকে নির্দেশনা প্রদান করা হয় যে তারা বৈধ কাগজপত্র জোগাড় না করা পর্যন্ত তারা তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখবে। যদি তারা বৈধ কাগজপত্র করতে পারে তাহলে আমরা বিবেচনা করব এটা আবার খোলা হবে কিনা।