Opu Hasnat

আজ ১৪ জুলাই রবিবার ২০২৪,

নড়াইলে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ পালিত নড়াইল

নড়াইলে জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ পালিত

নড়াইলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে । জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় এ উপলক্ষে সোমবার (২৩ মে) নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
 
জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসন। বিভিন্ন ইভেন্টে নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।