Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

তথ্য অফিসের আয়োজনে লোহাগড়ায় ওরিয়েন্টেশন কর্মশালা নড়াইল

তথ্য অফিসের আয়োজনে লোহাগড়ায় ওরিয়েন্টেশন কর্মশালা

নড়াইলের লোহাগড়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) দিনব্যাপি উপজেলার শালনগর মর্ডাণ একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা তথ্য অফিস। 

এ সময় জেলা তথ্য কর্মকর্তা মো. ইব্রাহিম আল মামুনের সঞ্চালনায় বাল্যবিবাহ, মাদক, গুজব এবং অপপ্রচারসহ নানা বিষয় তুলে ধরে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর আলী, জেলা শিক্ষা অফিসার এস.এম. সায়েদুর রহমান, লোহাগড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী আশরাফ, শালনগর মর্ডাণ একাডেমির প্রধান শিক্ষক মো. আছাদুজ্জামানসহ অনেকেই। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শালনগর ইউপি চেয়ারম্যান  মো. লাবু মিয়া, শিক্ষক এসএম হায়াতুজ্জামান, একাডেমির  সহকারী শিক্ষক (গনিত) মো. নাজমুল হুদা, ইউপি সদস্য মো. সাজ্জাদ হোসেন, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, কাজীসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা শিক্ষা অফিসার তার বক্তব্যে বলেন, ইন্টারনেট সেবা যেমন শিক্ষা, যোগাযোগসহ অসংখ্য ভালো কাজে ব্যবহার হচ্ছে ঠিক তেমনি কিছু শিক্ষার্থী ইন্টারনেট ব্যবহার করে খারাপ দিকে চলে যাচ্ছে। এ থেকে তাদেরকে নিবৃত করতে অভিভাবকদের আরও বেশি সচেতন হতে হবে। তা না হলে এ জাতি আগামীতে অশিক্ষিত দুর্বল জাতিতে পরিনত হবে।